
ওঙ্কার ডেস্ক : আবারো সদ্য বিবাহিত তরুনীর ঝুলন্ত দেহ উদ্ধার। বিয়ে হয়েছিল মাত্র দেড় মাস। দেড় মাস যেতে না যেতেই ঘটে গেল এমন একটি নির্মম ঘটনা। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে পর্ণশ্রী থানার পাঠকপাড়া তে। নব বধুর মৃত্যুতে রহস্যের জটিলতা আরো বাড়ছে।
পুলিশ সূত্রের খবর, পাঠকপাড়া একটি ফ্ল্যাটে তিনতলায় ছিল নব বধুর শ্বশুর বাড়ি। মৃতার নাম পূজা সিংহ। তার স্বামী মুকেশ একজন তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী।
জানা গেছে বিয়ের অনেক আগে থেকেই মুকেশ এবং পূজা একে অপরকে চিনতেন। এছাড়াও দুই পরিবারের সদস্যরাও পরিচিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিহারের বাসিন্দা ছিল পূজা। কয়েক সপ্তাহ আগেই মুকেশের সাথে তার বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকে মাঝে মধ্যে তাদের মধ্যে অশান্তি হতো বলে অভিযোগ করেছে প্রতিবেশীরা। তারা আরো জানান মৃত্যুর আগে পূজা তার স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন এবং তখনও তাদের মধ্যে অশান্তি চলছিল।
শনিবার ঘটনার দিন মুকেশ বাড়িতেই ছিলেন। তাদের মধ্যে কোন কারনে ঝামেলা হচ্ছিল। মুকেশ সেই সময় তিন তলার ঘর থেকে নেবে যায়। তার কিছুক্ষণ পর বন্ধ ঘর থেকে উদ্ধার হয় পূজার ঝুলন্ত দেহ।
খবর পেয়ে তোদের বাড়ির তরফ থেকে লিখিত অভিযোগ জানানো হয় পর্ণশ্রী থানায়। পারিবারিক অশান্তি নাকি অন্য কোন কারণ রয়েছে এই মৃত্যুর পেছনে সেটাই খতিয়ে দেখছেন পর্ণশ্রী থানার পুলিশ ।