
সুমন্ত দাশগুপ্ত, নয়া দিল্লিঃ রাজসাক্ষী হওয়ার আবেদন জানালেন অনলাইন নিউজ পোর্টাল নিউজক্লিকের প্রধান HR অমিত চক্রবর্তী। অর্থের বিনিময়ে একাধিক চিনা সংস্থার হয়ে প্রচার চালানোর অভিযোগে উঠেছে নিউজক্লিকের বিরুদ্ধে। ঘটনার তদন্ত শুরু করে দিল্লি পুলিশের সন্ত্রাসদমন শাখা। নিউজক্লিকের প্রতিষ্ঠাতা ও সম্পাদক প্রবীর পুরকায়স্থকে ইউএপিএ ধারায় গ্রেফতার করে পুলিশ। একই দিনে গ্রেফতার হন HR প্রধান অমিত চক্রবর্তীও। ঘটনার তদন্তের ভার যায় সিবিআই’র হাতে। গত শনিবার দিল্লি আদালতের বিচারপতি হরদীপ কাউরের কাছে রাজসাক্ষী হওয়ার আবেদন জানান অমিত। তিনি দাবি করেন, তাঁর কাছে এই মামলার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ রয়েছে। একমাত্র রাজসাক্ষী হলেই ওই বিষয়ে পুলিশকে জানাবেন তিনি।