
গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনাঃ বৃহস্পতিবার রাত্রে কয়েক সেকেন্ডের ঝড়। আর সেই ঝড়ে লন্ডভন্ড দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুরের প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম গাড়াল গ্রাম। ঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত প্রায় কুড়িটা বাড়ি। উড়ে গিয়েছে বাড়ির চাল। ভেঙে চুরমার ঘরবাড়ি। একাধিক গাছ ভেঙে পড়েছে বাড়ির ওপর। গোটা এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন। ঘটনায় আহত ৯ জন।