
নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলাঃ সেনার সঙ্গে গুলি লড়াইয়ে মৃত গেল এক জঙ্গি। জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার বারিয়ামা এলাকায় সেনা সঙ্গে জঙ্গিদের লড়াই হয়। সূত্রে খবর, শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত দু’পক্ষের লড়াই হয়েছে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় কাশ্মীরের কুলগাম জেলায় শিবির পাতার সময় সেনাদের উপর হামলা চালাতে শুরু করেছিল জঙ্গিরা। জঙ্গি-হামলাতেই তিন জওয়ানের মৃত্যু হয়েছিল। জখম হন ২ জন। তারপর থেকে বিভিন্ন এলাকায় জঙ্গিদের খোঁজে অভিযান শুরু করে বাহিনী।