
রুমেলা অফরোস, শ্রীনগরঃ ভূস্বর্গের তাপমাত্রা নেমে গিয়েছে মাইনাসে। রবিবার দিনভর তাপমাত্রা ছিল মাইনাস ১ থেকে মাইনাস ২.৮ ডিগ্রির মধ্যে। গোটা উপত্যকা ঢেকেছে সাদা বরফের চাদরে। অপূর্ব রূপে সেজেছে গুলমার্গে। খুশি পর্যটকেরা। তবে তুষারপাতের কারণে রাস্তা বন্ধ একাধিক রাস্তা।
মৌসম ভবন সূত্রে খবর, গুলমার্গ, সোনামার্গ, গুরেজ উপত্যকা এবং মুঘল রোডে প্রবল তুষারপাত হয়। তুষারপাতের কারণে পর্যটকরা খুশি হলেও সাধারণ জনজীবন বিপর্যস্ত। শোপিয়ান থেকে রাজৌরি এবং পুঞ্চের সাথে সংযোগকারী মুঘল রোড জমে আছে বরফের স্তর। আবহাওয়া দফতর জানিয়েছে, জম্মু-কাশ্মীরে আরও দুই দিন বৃষ্টি ও তুষারপাত হতে পারে। এদিন শ্রীনগরের তাপমাত্রা ছিল মাইনাস ১.৩ ডিগ্রি সেলসিয়াস।