
নিজস্ব প্রতিনিধিঃ ভয়াবহ ঝড়ে তছনছ হয়ে গিয়েছে দক্ষিণ-পূর্ব ব্রাজ়িলের একাংশ। ঝড়-পরবর্তী বৃষ্টি ও বন্যায় দুর্যোগ আরও বাড়িয়েছে। সংবাদ সংস্থা সূত্রের খবর অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ রিয়ো ডি জেনেরো প্রদেশ। বিবিসি সূত্রে খবর, জলবায়ু পরিবর্তনের জেরে বারবার প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হচ্ছে দক্ষিণ আমেরিকার।