নিজস্ব প্রতিনিধি , ওঙ্কারঃ জলের তলায় নাগপুর। আতি বৃষ্টি ভারী বৃষ্টিতে জলে ভাসছে গোটা শহর। উদ্ধার ও ত্রান অভিযানে নামল সেনা। নাগপুর জেলা প্রশাসন সূত্রে খবর শুক্রবার রাতে শুরু হওয়া ভারী বৃষ্টি শুরু হয়েছে। দৈনন্দিন জীবন ব্যাহত। নাগ এবং পিলি নদীর জল বিপদ সীমার ওপর দিয়ে বইছে। শঙ্কর নগরের প্রায় সব বাড়িতে জল ঢুকে গিয়েছে। সেখানে জলের স্তর পাঁচ ফুটের ওপর। পর্যন্ত বেড়ে যায়।
মৌসম ভবন সূত্রে খবর, আগামী পাঁচ দিন মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বিদর্ভের নাগপুর এবং ভান্ডারা জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। নাগপুরের রাস্তা, বাড়িঘর সব জলের তলায়। জলের ডুবেছে বাস, গাড়িও। ইতিমধ্যেই ১৪০ জনকে উদ্ধার করে নিরাপদ জায়গায় রাখা হয়েছে। নাগপুরের সব স্কুল, কলেজে ছুটি ঘোষণা করে দিয়েছে মহারাষ্ট্র সরকার।
কেউ বলছেন মেঘভাঙা বৃষ্টি। কেউ আবার বলছেন, নিম্নচাপের বৃষ্টি। স্থানীয়রা বলছেন, বৃষ্টি হয়েছে মাত্র ঘণ্টা তিনেক। কিন্তু সেই বৃষ্টির মাত্রা এত তীব্র যে এমনটা এখানে আগে দেখা যায়নি। আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার সকাল সাড়ে পাঁচটা অবধি নাগপুরে বৃষ্টি হয়েছে ১০৬ মিলিমিটার। পরিস্থিতির দিকে নজর রাখছেন বলে জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফদনবীশ।
নাগপুরে উদ্ধারকাজে আসা এক সেনাকর্মী জানান, “আমরা যখন সকালে এখানে আসি তখন মানুষের ঘাড়ের সমান জল। বোট এনে আমরা উদ্ধার কাজ শুরু করি”।