
সুমন্ত দাশগুপ্ত, নয়াদিল্লিঃ নিউজ় পোর্টাল ‘নিউজ়ক্লিক’এর সম্পাদক প্রবীর পুরকায়স্থের জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ প্রবীর পুরকায়স্থের জামিন মামলার শুনানি হয়। বেঞ্চের পর্যবেক্ষণ ‘নিউজ়ক্লিক’-এর সম্পাদকের গ্রেফতারি বেআইনি। দিল্লি পুলিশকে তাঁকে দ্রুত মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয় দিল্লি পুলিশ যে ইউএপিএ আইনের আওতায় প্রবীরকে গ্রেফতার করেছিল, তা ভুল।