
নিজস্ব প্রতিনিধিঃ ৬ এপ্রিল ভোর রাতে ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডের তদন্তে অভিযুক্তদের গ্রেফতার করতে গিয়ে গ্রামবাসীদের হামলার মুখে পরতে হয় এনআইএ আধিকারিকদের। গ্রামবাসীদের মধ্যে মূলত মহিলারা হামলা করে অভিযুক্তদের গ্রেফতারিতে বাধা দেন বলে এনআইএয়ের আধিকারিকদের অভিযোগ। এই হামলার ঘটনায় একজন এনআইএ অফিসার জখম হন। সেই ঘটনায় NIA অভিযোগ দায়ের করে। কিন্তু পরে NIA অফিসারদের বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ করে এফআইআর দায়ের করা হয়। এই এফআইআর খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টয়ের দ্বারস্থ হল NIA। এদিন দুপুর আড়াইটা নাগাদ মামালার শুনানি রয়েছে বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে।