
ওঙ্কার ডেস্ক:নিট মামলায় বিহার,গুজরাট,মহারাষ্ট্র,এবং ঝাড়খণ্ডের পর নাম জড়ালো কলকাতারও ।বুধবার নিউটাউনের সঞ্জীবা এপার্টমেন্টে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর এই মামলায় গ্রেফতার হওয়া অমিত কুমারের ফ্ল্যাট রয়েছে নিউটাউনের এই অভিজাত আবাসনে। বুধবার সিবিআই আধিকারিক এসে পৌঁছায় অমিত কুমারের এই ফ্ল্যাটেই। কিন্তু অমিতের ফ্ল্যাট তালাবন্দি থাকায়,প্রথমে ঢুকতে বাধা পায় সিবিআই ।অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ঢুকতে পারেন তারা।তবে অভিযুক্ত অমিত কুমারের কোন খোঁজ এখনো পাওয়া যায়নি