
স্পোর্টস ডেস্ক :প্যারিস অলিম্পিক্সে পুরুষদের জ্যাভলিন থ্রো ফাইনাল কার্যত ভারত-পাকিস্তান লড়াইয়ে পরিণত হয়েছিল। একদিকে ভারতের অলিম্পিক্স চ্যাম্পিয়ন নীরজ চোপড়া, অন্যদিকে, পাকিস্তানের আর্শাদ নাদিম। এই লড়াইয়ে নাদিমকে টেক্কা দিতে পারলেন না নীরজ। অলিম্পিক্সে নতুন রেকর্ড গড়ে সোনা জিতলেন নাদিম। রুপো পেলেন নীরজ। প্রথম থ্রো ফাউল হওয়ার পর দ্বিতীয় প্রচেষ্টায় ৯২.৯৭ মিটার থ্রো করেন নাদিম। নীরজেরও প্রথম থ্রো ফাউল হয়। এরপর দ্বিতীয় থ্রোয়ে ৮৯.৪৫ মিটার দূরে জ্যাভলিন পাঠান নীরজ। এটাই চলতি মরসুমে তাঁর সেরা থ্রো। কিন্তু তাতেও সোনা জিততে পারলেন না নীরজ। সারা ভারত ধরে নিয়েছিল, এই ইভেন্টে সোনা আসবে.আরশাদ এদিন অলিম্পিক্স রেকর্ড গড়লেন, দু-বার পার করলেন ৯০ মিটারের গণ্ডি। নীরজ পারেননি। ছয়ের মধ্যে পাঁচটি থ্রো ফাউল হলো। তবে কেরিয়ারের দ্বিতীয় সেরা থ্রো নীরজের রুপো নিশ্চিত করে দেয় দ্বিতীয় প্রয়াসেই।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডলে অভিনন্দন-বার্তায় লেখেন, নীরজ চোপড়ার শ্রেষ্ঠত্ব আবারও দেখা গেল। বারেবারে তিনি নিজের দক্ষতা মেলে ধরছেন। তিনি আবারও অলিম্পিক্সে সাফল্য নিশ্চিত করায় গোটা দেশ আনন্দিত।