
স্পোর্টস ডেস্ক :টোকিও অলিম্পিক্সের আগে দুর্দান্ত ফর্মে দেশের সেরা অ্যাথলিট নীরজ চোপড়া। বুধবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ২৭-তম ফেডারেশন কাপ সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতলেন নীরজ। তিনি অবশ্য সেরা ফর্মের ধারেকাছে ছিলেন না। ৮২.২৭ মিটার থ্রো করে সোনা জেতেন নীরজ। তিনি ৪টি থ্রো করেই সোনা জেতেন। শেষ ২ থ্রো করেননি নীরজ। তাঁকে এদিন কঠিন লড়াইয়ে ফেলে দিয়েছিলেন ডি পি মনু। তবে শেষপর্যন্ত নীরজই সোনা জিতলেন। তিনি সরাসরি ফাইনালে যোগ দেওয়ার ছাড়পত্র পেয়েছিলেন। জাতীয় অ্যাথলেটিক্স ফেডারেশন যে পক্ষপাতিত্ব করেনি, সোনা জিতে েটা বুঝিয়ে দিলেন নীরজ। টোকিও অলিম্পিক্সে সোনা জয়ের পর প্রথমবার কোনও ঘরোয়া টুর্নামেন্টে যোগ দিলেন এই তারকা অ্যাথলিট। তিনি বুঝিয়ে দিলেন, প্যারিস অলিম্পিক্সের জন্য ভালোভাবেই তৈরি হচ্ছেন।