
সুমন্ত দাশগুপ্ত, নয়াদিল্লিঃ বাজেটে বঞ্চনার অভিযোগ নিয়ে রাষ্ট্রপতি ভবনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়েছেন। বৈঠকের মূল আলোচ্য- ‘বিকশিত ভারত’। এই বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সকাল ১০টা থেকে শুরু হয়েছে বৈঠক। নীতি আয়োগের বৈঠকে মমতার যোগদানের পর, ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
বিরোধী জোটের মুখ্যমন্ত্রীদের প্রায় সকলেই বয়কট নীতি আয়োগের বৈঠকে। এই বৈঠকে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মমতা। বৈঠকে যোগ দিতে যাবার আগে মমতা বলেন, ‘বাজেটের আগেই নীতি আয়োগের বৈঠকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। সবাই মিলে আগে সিদ্ধান্ত নিলে, অন্যকিছু ভাবতাম।’ সংবাদ মাধ্যমের সামনে মমতার অভিযোগ, কেন্দ্রীয় সরকার ‘বিমাতৃসুলভ’ আচরণ করছে। বঞ্চনার শিকার বাংলা। তার প্রতিবাদ জানাতেই তিনি নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরও বলেন, বৈঠকে যদি বাংলার হয়ে বলতে না দেওয়া হয় তবে বেরিয়ে আসবেন। বাজেট বৈষম্যর অভিযোগে কংগ্রেসের তিন মুখ্যমন্ত্রী ছাড়াও তামিলনাড়ুর এমকে স্ট্যালিন এবং কেরলের পিনারাই বিজয়ন বৈঠকে যোগ দেয়নি। স্বাভাবিকভাবেই মমতার বৈঠকে যোগ দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছে ইন্ডিয়া জোটের একাংশ।