
স্পোর্টস ডেস্ক :কেকেআরের অধিনায়ক করা হল শ্রেয়স আইয়ারকে। গতবার চোটের কারণে আইপিএল থেকে ছিটকে যান শ্রেয়স। ফলে দলে কাকে অধিনায়ক করা হবে সেটা নিয়ে সংশয় তৈরী হয়। অধিনায়ক হন নীতীশ রানা। তবে তার ক্যাপ্টেন্সিতে দল ৭ নম্বরে শেষ করে গত মরসুম। কীভাবে অধিনায়ক হলেন নীতীশ! এদিন শ্রেয়স অধিনায়ক হওয়ার পরে নীতীশ রানা বললেন,শ্রেয়সের চোট ছিল খুবই দুর্ভাগ্যজনক। স্বাভাবিক ভাবেই দলের মধ্যে একটা চিন্তা তৈরি হয়েছিল। শ্রেয়সের মতো এক জন সিনিয়র ক্রিকেটারের জায়গা নেওয়া তো সহজ নয়। কাউকে তো এগিয়ে আসতেই হত। আমি কোচ, বেঙ্কি স্যরের সঙ্গে কথা বলি। শাহরুখ স্যরকে জানিয়েছিলাম যে, আমি অধিনায়ক হতে রাজি।আমাকে অনেক কিছু জিজ্ঞেস করা হয়েছিল। বলা হয়েছিল দল চায় না আমার উপর বাড়তি চাপ দিতে। শুধু একটা জিনিস বলেছিলাম, আমি চাপ নিয়ে খেলতে পছন্দ করি। এটার জন্যই তো ক্রিকেট খেলা। গত বার আমাকে অধিনায়ক করার আগে এ রকম অনেক কিছু হয়েছিল। আমি গর্বিত যে, আমার উপর এই দায়িত্ব দেওয়া হয়েছিল।”শ্রেয়সকে অধিনায়ক করে যদিও নাইট সিইও ভেঙ্কি মাইসুর এক বিবৃতিতে জানান,সত্যিই দুর্ভাগ্যজনক যে শ্রেয়স ইনজুরির কারণে আইপিএল ২০২৩ মিস করেছেন। আমরা আনন্দিত যে তিনি ফিরে এসেছেন এবং অধিনায়ক হিসাবে নেতৃত্বে আছেন। যেভাবে সে তার চোট থেকে সেরে ওঠার জন্য কঠোর পরিশ্রম করেছে এবং যে ফর্মটি সে প্রদর্শন করেছে তা তার চরিত্রের প্রমাণ।
আমরা কৃতজ্ঞ যে নীতীশ রানা গত মরসুমে শ্রেয়সের জুতোয় পা রাখতে সম্মত হয়েছিল এবং ভালো ভাবে ক্যাপ্টেন্সি করেন।। ভাইস ক্যাপ্টেন হিসাবে নীতীশ এই মরসুমে থাকবেন।’
শ্রেয়স আইয়ার জানান,
“আমি বিশ্বাস করি গত মরসুমে আমাদের বেশ কিছু চ্যালেঞ্জ নিয়ে এসেছিল, যার মধ্যে চোটের কারণে আমার অনুপস্থিতিও ছিল। নীতীশ শুধুমাত্র আমার জন্যই নয়, তাঁর প্রশংসনীয় নেতৃত্ব দিয়েও একটি দুর্দান্ত কাজ করেছেন। আমি আনন্দিত যে কেকেআর তাকে সহ-অধিনায়ক হয়েছে।’