
স্পোর্টস ডেস্ক : রবিবারই সেই দিল্লির সঙ্গে পা্কাপাকি সম্পর্ক ছিন্ন করার কথাটা ঘোষণা করে দিলেন নীতিশ রানা। আসন্ন মরসুমে দিল্লি নয় এবার উত্তর প্রদেশের হয়েই খেলতে নামবেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক। গত মরসুম থেকেই ডিডিস্এ-র সঙ্গে সমস্যার সৃষ্টি হয়েছিল। একইসঙ্গে শোনাযাচ্ছিল যে দিল্লি ড্রেসিংরুমেও নাকি একটা সতীর্থদের সঙ্গে তাঁর সম্পর্কটা খুব একটা ভাল ছিল না। শেষপর্যন্ত দিল্লি ছেড়ে এবার নীতিশ রানার গন্তব্য উত্তরপ্রদেশ।
শেষবারের রঞ্জি ট্রফিতে দিল্লির অধিনায়ক ছিলেন নীতিশ রানা। কিন্তু তাঁর পারফরম্যান্স নিয়ে একেবারেই স্বস্তি পাচ্ছিলেন না ডিডিসিএ-র কর্তারা। এরপর মাঝপথেই নীতিশ রানাকে দল থেকেবাদ দেওয়া হয়েছিল। দলের প্রতি তাঁর নিষ্ঠা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ডিডিসিএ কর্তারা। তাঁর পারফরম্যান্স নিয়েও পুরোপুরি সন্তুষ্ট হতে পারছিলেন না ডিডিসিএ কর্তারা। এরপরই নীতিশ রানাকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। মরসুমের মাঝপথেই এই তারকা ক্রিকেটারকে বাদ দেওয়ার পর থেকেই সমস্যা শুরু হয়েছিলগত মরসুমে দিল্লির সাদা বলের ফর্ম্যাটের অধিনায়ক ছিলেন নীতিশ রানা। কিন্তু এরপরই তাঁকে নেতৃত্বের দায়িত্ব থেকে সরিয়ে যশ ধুলের ওপর সেই দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল। শোনাযাচ্ছিল সেটাই নাকি খুব একটা ভালভাবে নিতে পারেননি নীতিশ রানা। এমনকী দিল্লি ড্রেসিংরুমেও নাকি নীতিশ রানার সঙ্গে তাঁর সতীর্থদের সম্পর্ক খুব একটা ভাল ছিল না।
বেশ কয়েকদিন ধরেই দিল্লি ছাড়ার সিদ্ধান্তটা নিয়ে ফেলেছিলেন তিনি। রবিবার টুইটারে নিজেই সেই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন নীতিশ রানা। উত্তর প্রদেশের হয়েই খেলতে দেখা যাবে তাঁকে। নতুন দলের হয়ে খেলার জন্যই এখন মুখিয়ে রয়েছেন নীতিশ রানা।