
প্রতিতী ঘোষ, উত্তর চব্বিশ পরগণা : নেশার ঘোরে নিজের ঘুমন্ত ছেলেকেই ইট দিয়ে মাথা থেঁতলে খুন করলো নেশাগ্রস্থ বাবা। সুত্র মারফত জানা গিয়েছে, ঘটনাটি বনগাঁ পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের মিলনপল্লী পার্কিং এলাকার। মৃত যুবকের নাম আশিষ বিশ্বাস। অভিযুক্ত বাবা অমল বিশ্বাস শুক্রবার সন্ধ্যায় নেশা করে বাড়ি ফেরেন এবং তারপরেই ছেলে ও বাবার মধ্যে বাঁধে সাংসারিক গোলযোগ। জানা যায় মৃত যুবকটিও সেই মুহূর্তে নেশাগ্রস্ত অবস্থায় ছিল। সেই সাংসারিক বিবাদের জেরেই ঘুমন্ত ছেলেকে ইট দিয়ে মাথা থেতলে খুন করল বাবা। নেশা কাটতেই কান্নায় ভেঙে পড়েছে অভিযুক্ত বাবা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মিলনপল্লী পার্কিং এলাকায় চলছে হেরোয়িন, মদ ও গাজার রমরমা কারবার। এলাকার অধিকাংশ যুবকই নেশাগ্রস্ত যার কারণে প্রত্যেক ঘরে ঘরেই লেগে রয়েছে অশান্তি। পুলিশ ও উচ্চ আধিকারিকদের কাছে লিখিত অভিযোগ জানিয়েও হয়নি কোনও সুরাহা।