
সুমন্ত দাশ গুপ্ত,নয়াদিল্লিঃ বিরোধী প্রার্থী কে সুরেশকে পরাজিত করে শাসকদলের মনোনীত ওম বিড়লাই ফের স্পিকার নির্বাচিত হলেন। দ্বিতীয়বারের জন্য ওম বিড়লা স্পিকার পদে বসতেই তাঁকে দায়িত্ব মনে করালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
ফের লোকসভার স্পিকার নির্বাচিত হলেন ওম বিড়লা। বুধবার ধ্বনি ভোটে তিনি স্পিকার পদে নির্বাচিত হয়েছেন। নব নির্বাচিত স্পিকারকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি সহ লোকসভায় উপস্থিত অন্যরা। এদিন তাঁকে স্পিকারের আসন পর্যন্ত এগিয়ে দেন প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা রাহুল এবং সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। ওম বিড়লাকে শুভেচ্ছা জানিয়ে রাহুল গান্ধী বলেন, ‘আমি আপনার সফল নির্বাচনের জন্য আপনাকে অভিনন্দন জানাতে চাই। আপনি দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হয়েছেন। এই সংসদ কক্ষ ভারতের জনগণের কণ্ঠস্বর। আর আপনি সেই কণ্ঠের চূড়ান্ত বিচারক। সরকারের রাজনৈতিক ক্ষমতা আছে কিন্তু, বিরোধী দলও ভারতের জনগণের প্রতিনিধি। এবার, বিরোধী দল গতবারের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি শক্তিশালী। বিরোধীরা আপনার কাজে সাহায্য করবে। আমরাও সহযোগিতা প্রত্যাশা করব।
তিনবারের বিজেপি সাংসদ ওম বিড়লা এদিন দ্বিতীয়বারের জন্য স্পিকার নির্বাচিত হলেন। স্বাধীনতার পর লোকসভার স্পিকার পদে এনিয়ে তৃতীয়বার নির্বাচন হল। আটবারের সাংসদ কে সুরেশকে ওম বিড়লার প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করিয়েছিল কংগ্রেস। যদিও ভোটে শেষ হাসি হেসেছেন বিড়লাই। এনডিএ প্রার্থীর সমর্থনে ২৯৭ জন সাংসদ ভোট দিয়েছেন। অন্যদিকে, বিরোধী প্রার্থীকে সমর্থন করেন ২৩২ সাংসদ।