
সুমন্ত দাশ গুপ্ত,নয়াদিল্লিঃ বুধবার ধ্বনি ভোটে তিনি স্পিকার পদে নির্বাচিত হয়েছেন তিনবারের বিজেপি সাংসদ ওম বিড়লা। নব নির্বাচিত স্পিকারকে অভিনন্দন বিভিন্ন রাজনৈতিক দলে লোকসভার দলনেতারা। তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বিরোধীদের গুরুত্ব দেওয়ার আর্জি জানান।
তিনবারের বিজেপি সাংসদ ওম বিড়লা এদিন দ্বিতীয়বারের জন্য স্পিকার নির্বাচিত হলেন। স্বাধীনতার পর লোকসভার স্পিকার পদে এনিয়ে তৃতীয়বার নির্বাচন হল। স্পিকারকে অভিনন্দন জানানিয়ে তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দ্বাদশ লোকসভায় প্রথম নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে সংসদে প্রবেশ করেছিলাম। তখনই বুঝেছিলাম বিরোধী দলনেতা ছাড়া অধিবেশন চলতে পারে না। তবে আমি খুশি এবার লোকসভা বিরোধী দলনেতা পেল। সংসদ সর্বদাই বিরোধীদের। এই মনোভাব থাকতে হবে শাসকদলকে। আপনাকেই এই বিষয়টি নজরে রাখতে হবে মাননীয় স্পিকার মহোদয়। আপনাকে যেন কোনওভাবেই শাসকদলের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য না করা হয়। এই সংসদেই একাধিক বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। যা নজিরবিহীন। অনেক বিল পাশ হয়েছে যা প্রশংসনীয়। আবার এমনটাও হয়েছে কোনও আলোচনা ছাড়াই বিল পাশ হয়ে গিয়েছে। আমরা এবার সমস্ত রকম সহযোগিতার প্রতিশ্রুতি দিচ্ছি। আশা করব বিরোধীদেরও অবহেলা না করে গুরুত্ব দেওয়া হবে সংসদে।