
শুভাশিস চট্টোপাধ্যায়ঃ জয়পুরে অনুষ্ঠিত ১৬ তম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ফিচার ফিকশন গ্রুপে শ্রেষ্ঠ পুরস্কার জিতে নিল তরুন পরিচালক সোনাচাঁদ সামন্তের সিনেমা ‘কিশলয় এর গল্প’। এছাড়াও ১১ তম ইন্ডিয়ান সিনে ফিল্ম ফেস্টিভ্যালেও ফিচার ফিল্ম শ্রেণীতে সেরা পুরস্কার পায় সিনেমাটি। ছবিটি ভারত গৌরব এবং ২০২৩ সালে দাদাসাহেব ফালকে পুরস্কারও জেতে। দেশীয় এবং আন্তর্জাতিক স্তরে প্রায় দু-ডজন পুরস্কার জিতে নিয়েছে বলে জানান ছবির প্রযোজক সন্দীপ চক্রবর্তী। তিনি জানান জুরি এবং সমালোচকদের প্রশংসা পাওয়া সিনেমাটি সামনের মাসেই মুক্তি পেতে চলেছে একাধিক প্রেক্ষাগৃহে। ‘কিশলয় এর গল্প’ তরুন পরিচালক সোনাচাঁদ সামন্তের দ্বিতীয় ছবি। প্রথম ছবি সন্ধি-বিচ্ছেদ সমালোচক ও দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। এবার ‘কিশলয় এর গল্প’ নিয়ে যথেষ্ট আশাবাদী পরিচালক সোনাচাঁদ সামন্ত। সিনেমার চিত্রনাট্যও লিখেছেন তিনি। সম্পাদনা এবং সঙ্গীত পরিচালনা করেছেন প্রশান্ত বিশ্বাস। কিন্তু সিনেমার বিষয় বস্তু কি ? সে নিয়ে এখনই মুখ খুলতে নারাজ পরিচালক। ওঙ্কার বাংলাকে শুধু জানালেন অন্ধকারে আলো ফোটাতেই তার এই সিনেমা। বাকিটা জানতে দর্শকদের আসতে হবে সিনেমা হলে।