
সংবাদদাতাঃ অনলাইন গেমিং গড়াপেটাকাণ্ডে অভিনেতা রণবীর কাপুর তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ওরফে ইডি। শুক্রবার, ৬ অক্টোবর ইডির দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।
জানা গিয়েছে, চলতি বছরেই সংযুক্ত আরব আমিরশাহিতে বিয়ে করেন মহাদেব অনলাইন গেমিং অ্যাপে প্রচারক সৌরভ চন্দ্রকর। গত ফেব্রুয়ারিতে তাঁর বিয়ের অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট। সেখানে উপস্থিত ছিলেন একাধিক বলিউড তারকা। এছাড়া মহাদেব অ্যাপের সাফল্য উদযাপনের পার্টিতেও ছিলেন বহু তারকা। এবার গড়াপেটার তদন্তে নেমে তারকাদের জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। মহাদেব অ্যাপের প্রচারকের সঙ্গে তাঁদের সমীকরণ নিয়ে প্রশ্ন করতে চায় ইডি আধিকারিকেরা। রণবীর ছাড়াও এই তালিকায় নাম রয়েছে আতিফ আসলাম, টাইগার শ্রফ, সানি লিওনি, ভাগ্যশ্রী, পুলকিত সম্রাট, কৃতি খরবান্দা, নুসরত ভারুচার রাহত ফতেহ আলি খান, বিশাল দাদলানি, সুখবিন্দর সিংহ, নেহা কক্কর, ভারতী সিংহ, কৃষ্ণা অভিষেক, মতো বলিউডের গায়ক এবং অভিনেতারা।