
শুভাশিস চট্টোপাধ্যায়ঃ মোদি হঠাতে এক কাট্টা বিরোধীরা। বেঙ্গালুরুতে দুদিনের বৈঠকের পর বিকেল সোয়া চারটে নাগাদ সাংবাদিক বৈঠকে এমনই সুর শোনা গেল বিরোধী নেতৃত্বের গলায়। বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে নতুন জোট ইন্ডিয়া গঠনের কথা ঘোষণা করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। মঞ্চে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধি, সীতারাম ইয়েচুরি, ডি রাজা, সিপিআইএম-এল লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরে, কেজরিওয়াল সহ একাধিক বিরোধী নেতৃত্ব।
এদিন সাংবাদিক সম্মেলনে নতুন ইন্ডিয়া জোটের কথা ঘোষণা করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী বলেন বিজেপি সরকারের একমাত্র কাজ সরকার কেনা বেচা আর বিরোধীদের ঘরে এজেন্সি পাঠিয়ে দেওয়া। মোদিকে হঠাতেই ইন্ডিয়া জোট গঠন করা হয়েছে। এনডিএ কি ইন্ডিয়ার সঙ্গে চ্যালেঞ্জ নেবে ?
কংগ্রেস নেতা রাহুল গান্ধি বলেন এই লড়াই দুই বিচার ধারার লড়াই, দেশের কন্ঠস্বরকে বাঁচানোর লড়াই । ভাষণে আপ সুপ্রিমো কেজরিওয়াল বলেন ৯ বছরে দেশকে বরবাদ করে দিয়েছেন মোদি। দেশ বাঁচাতে তাই মোদিকে হঠাতে হবে। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরে বলেন দেশ আমাদের পরিবার। আমরা সেই পরিবারকে বাঁচানোর জন্য লড়াইতে নেমেছি।
সাংবাদিক সম্মেলনে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে জানান ১১ জনের প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। প্রস্তুতি কমিটি বৈঠকে বসে নির্বাচনী খসড়া এবং আসন সমঝোতা নিয়ে সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। ইন্ডিয়া জোটের পরবর্তী বৈঠক মুম্বইতে।