
সুমিত চৌধুরী: উড়িষ্যার বাঙালি খেদাও আন্দোলন বিপজ্জনক দিকে মোড় নিতে পারে। মঙ্গলবার হাওড়া স্টেশনে দলে দলে বাঙালি পরিযায়ী শ্রমিক ওড়িশা থেকে ফেরত এসেছেন। এই বাংলার বাসিন্দাদের উড়িষ্যা থেকে বাংলাদেশী উপাধি দিয়ে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য যাদের ফেরত পাঠানো হয়েছে তাদের মধ্যে হিন্দু এবং মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষই রয়েছেন।
বলাবাহুল্য সাম্প্রদায়িক মেরুকরণের হাওয়া তোলবার জন্য এই ঘটনা ঘটছে। তার সঙ্গে যোগ করে দেওয়া হয়েছে বাঙালী বিদ্বেষ।
মুশকিল হচ্ছে এই ধরনের সাম্প্রদায়িক মেরুকরণ ঘটানোর চেষ্টা মোড় নিয়ে সামগ্রিক জাতিবিদ্বেষে পরিণত হতে পারে।
ইংরেজ আমল থেকেই বাংলার মানুষ যেমন সারা ভারতের বিভিন্ন প্রদেশে কাজ করেছে
তেমনই সারা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ করে পূর্ব উত্তর ভারতের বিভিন্ন জায়গা থেকে বহু খেটে খাওয়া মানুষ পশ্চিমবঙ্গে এসে জড়ো হয়েছেন।
আন্ত:রাজ্য মাইগ্রেশনের হিসেবে যদি দেখা যায় কয়েক কোটি বাইরের মানুষ এই মুহূর্তে পশ্চিমবঙ্গে রয়েছেন যারা আদতে ভিন প্রদেশের বাসিন্দা।
পরশি রাজ্যে যদি এই ধরনের বাঙালি বিদ্বেষ বাড়তে থাকে তাহলে তার স্বাভাবিক প্রতিক্রিয়া এই রাজ্য পড়বে। সামগ্রিকভাবে উত্তর-পূর্ব ভারতে মুহূর্তে জাতি সম্প্রীতির প্রশ্নে খুব একটা ভালো জায়গায় নেই।
আমাদের আশঙ্কা আগুন নিয়ে খেলা শুরু হয়ে গেছে। এখনই যদি না নেভানো হয় বিপদ বাড়বে।