
ওঙ্কার ডেস্ক : পহেলগাঁওয়ে জঙ্গি হামলার দগদগে ঘায়ের উপর নুন ছড়ালো কুলগ্রামে জঙ্গি তৎঅপরতা। রাজনাথের হুঙ্কারের কয়েক ঘণ্টার মধ্যেই কুলগামে গুলির লড়াই, এলাকা নিজেদের ঘেরাটোপে নিল নিরাপত্তারক্ষীরা। দক্ষিণ কাশ্মীরের কুলগামে শুরু হয়েছে গুলির লড়াই। জঙ্গিরা লুকিয়ে আছে, এমন খবর পেয়ে কুলগামের তংমার্গ এলাকায় গুলি চালাল নিরাপত্তারক্ষীরা।
কিছুক্ষণ আগেই দিল্লির একটি অনুষ্ঠানমঞ্চ থেকে দেখে নেওয়ার হুঙ্কার দিয়েছিলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। কাউকে ছেড়ে কথা বলা হবে না, এমনও উল্লেখ করেছিলেন। কিছুক্ষণের মধ্যে ফল পাবে পাকিস্তান, এমন হুঁশিয়ারির কয়েকঘণ্টা পরই এবার পদক্ষেপ করলেন নিরাপত্তারক্ষীরা।
গোপন সূত্রে খবর পেয়ে তংমার্গ এলাকায় অভিযান চালানো হয়। গুলির লড়াই শুরু হয়।
গোটা এলাকা ঘিরে ফেলেছেন তাঁরা। আরও বাহিনী মোতায়েন করা হচ্ছে বলে খবর।
মঙ্গলবার দুপুরে পহেলগামের বৈসরন উপত্যকায় পর্যটকদের ওপর হামলা চালায় জঙ্গিরা। চারজন মিলে গুলি চালায়। ২-৩ জন ছিল বাকিটা দেখে নেওয়ার জন্য অর্থাৎ পরিস্থিতির ওপর নজর রেখেছিল তারা। সূত্রের খবর, আট ঘণ্টা ধরে ট্রেক করে বৈসরনে ঢুকেছিল ওই কজন। ৪০ মিনিট ধরে হামলা চালায়। তারপর ফিরে যায় পাকিস্তানে।