
ওঙ্কার ডেস্ক : শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত কাশ্মীরের পহেলগাঁও তে সন্ত্রাসী হামলার ঘটনায় পুরোপুরি দায়ী করেছেন নরেন্দ্র মোদি ও অমিত শাহ কে । একই সঙ্গে অমিত শাহের পদত্যাগ দাবি করলেন। তাঁর কথায়, কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করে কি কোনো লাভ হয়েছে ?
শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত বুধবার অভিযোগ করেছেন, পহেলগাঁও তে সন্ত্রাসী হামলার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দায়ী। সেই সঙ্গে তাঁকে “ভারতের ইতিহাসের সবচেয়ে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী” বলে অভিহিত করেছেন।
পহেলগাঁও তে ২৫ জন পর্যটক এবং একজন স্থানীয় নিহত হওয়ার পর, ৩৭০ ধারা বাতিল করা কি জম্মু ও কাশ্মীরকে সাহায্য করেছে এই বলে প্রশ্ন তুলেছেন রাউত এবং আরও বলেছেন যে বিজেপি দেশের জনগণকে বোকা বানাচ্ছে।
শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত বলেন, এই সরকার শুধুমাত্র দেশে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়াতে ব্যস্ত। যেভাবে মোদী এবং শাহ নেতাদের কিনে, গ্রেপ্তার করে বিরোধী দলগুলিকে নির্মূল করতে উঠেপড়ে লেগেছেন, দল ভেঙে সরকার ভেঙে নিজেদের শক্তি বাড়াতে চাইছে, তাতে দেশ রক্ষার দিকে নজর দিতে সময় কোথায় ? এই জঙ্গি হামলার জন্য ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন “২৭ জনের মৃত্যুর জন্য অমিত শাহ্ই দায়ী। অবিলম্বে তাঁর পদত্যাগ করা উচিত। তিনি আরও বলেন, মোদী এবং শাহ উভয়েই সংসদে মিথ্যা বলেছিলেন যে নোট বাতিল এবং ৩৭০ ধারা বাতিলের পর সন্ত্রাসবাদ মিটেছে।
“এই হামলায় মুসলিমরাও মারা গেছে। যদি ধর্মের কথা বলা হয়, তাহলে এর দায় বিজেপি এবং তাদের সাম্প্রদায়িক রাজনীতির। অমিত শাহ কি দায়ী নন? যদি বিজেপি এই হামলার বিরুদ্ধে প্রতিবাদ করে, তাহলে তাদের অমিত শাহকেও নিন্দা করা উচিত,” তিনি বলেন।
রাউত প্রশ্ন তোলেন “একই মুদ্রায় সন্ত্রাসীদের জবাব দেওয়ার অর্থ কী? তারা কি আরও মসজিদ ভেঙে ফেলবে? তারা কি হিন্দু-মুসলিম কার্ড খেলবে? বিহার নির্বাচন আসার সাথে সাথে তারা কি সার্জিক্যাল স্ট্রাইক করবে? তারা ঠিক কী করবে?”।
“মণিপুর, পশ্চিমবঙ্গ, জম্মু ও কাশ্মীর থেকে ধর্মের নামে মানুষ হত্যা করা হচ্ছে…তারা (বিজেপি) শাসক নয়, তারা আন্ডারওয়ার্ল্ড গ্যাং চালায়। সংসদে মোদী বলেছিলেন যে জম্মু-কাশ্মীর সন্ত্রাসীদের মুক্ত স্বর্গ হবে। আপনি মানুষকে স্বর্গে পাঠিয়েছেন। বিজেপি মানুষকে বোকা বানাচ্ছে এবং মানুষ বোকা হচ্ছে,” রাউত বলেন।
উল্লেখ্য নারকীয় হত্যাকাণ্ড কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায়। জঙ্গিরা ধর্মীয় পরিচয় দেখে বেছে বেছে খুন করল পর্যটকদের। মঙ্গলবার বিকেলে কাশ্মীরের পহেলগাঁও এর বৈসরন উপত্যকায় একটি রিসর্টে হামলা চালায় জঙ্গিরা। সেই হামলায় ২৮ জনের মৃত্যু হওয়ার পাশাপাশি আহত হয়েছেন ১২ জনের বেশি। হতাহতদের মধ্যে বেশিরভাগ পর্যটক বলে জানা গিয়েছে। এই হামলায় ৪০ রাউন্ডের বেশি গুলি চলেছে। অন্যদিকে এই হামলার দায় স্বীকার করেছে পাক জঙ্গি গোষ্ঠী ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ বা টিআরএফ। ২০১৯ সালে এই জঙ্গি গোষ্ঠীর উত্থান ঘটে বলে জানা গেছে ।