
স্পোর্টস ডেস্ক: সরিয়ে দেওয়া হল শাহিন আফ্রিদিকে। একদিনের ক্রিকেট এবং টি-২০ তে পাকিস্তানের অধিনায়ক বাবর। রবিবার এই ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। অর্থাৎ আসন্ন টি-২০ বিশ্বকাপে বাবরের নেতৃত্বে খেলবে পাকিস্তান। একদিনের ক্রিকেট বিশ্বকাপে ব্যর্থতার পর তিন ফরম্যাট থেকেই নেতৃত্ব ছাড়েন বাবর। কিন্তু আবার তাঁকে নেতৃত্ব ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটি বিবৃতি জানানো হয়, “বাবর আজমকে সাদা বলের ক্রিকেটে অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হল। পিসিবির নির্বাচক কমিটির প্রস্তাবে বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি বাবরকে সাদা বলের ক্রিকেটে পাকিস্তানের অধিনায়ক হিসেবে নির্বাচিত করল।” শাহিন আফ্রিদির পরিবর্তে টি-২০ দলের দায়িত্ব নেবেন বাবর। বিশ্বকাপের পর তিনি ইস্তফা দেওয়ার পর একদিনের ক্রিকেটে অধিনায়ক হিসেবে সরকারিভাবে কারোর নাম ঘোষণা করেনি পাকিস্তান বোর্ড। টেস্ট দলের অধিনায়ক শান মাসুদ। অস্ট্রেলিয়ার কাছে টেস্ট সিরিজ হারলেও লাল বলের ক্রিকেটে তিনিই নেতা থাকছেন। টি-২০ সিরিজে আফ্রিদির ব্যর্থতার পরই তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আসন্ন বিশ্বকাপের কথা ভেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে