
নিজস্ব প্রতিনিধিঃ হামলার কবলে পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম নৌসেনা ঘাঁটি তুরবাট পিএনএস। হামলায় বিমানঘাঁটিতে থাকা ৪টি হেলিকপ্টার ও ৩টি ড্রোন ধ্বংস হয়েছে। হামলায় অন্তত মৃত্যু হয়েছে ১৬ জন পাক সেনার। হামলার দায় স্বীকার করেছে বালুচিস্তান লিবারেশন আর্মির মজিদ ব্রিগেড।
লাগাতার গুলি আর বোমা বিস্ফোরণে কেঁপে ওঠল পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম নৌসেনা ঘাঁটি তুরবাট পিএনএস। সোমবার মধ্যরাতে নৌসেনা ঘাঁটিতে হামলা চলিয়েছে বালুচিস্তান লিবারেশন আর্মির মজিদ ব্রিগেড। তারা ইতিমধ্যে বিবৃতি দিয়ে হামলার দায় স্বীকার করেছে। পাকিস্তান সংবাদ মাধ্যম সূত্রে খবর, হামলায় বিমানঘাঁটিতে থাকা ৪টি হেলিকপ্টার ও ৩টি ড্রোন ধ্বংস হয়েছে। হামলায় অন্তত মৃত্যু হয়েছে ১৬ জন পাক সেনার বলে দাবি সংবাদ মাধ্যম টোলও নিউজের। যদিও পাক নৌসেনার তরফে জানানো হয়েছে, এদিনের হামলায় শহিদ হয়েছেন আধাসামরিক বাহিনীর এক জওয়ান। সেনার পালটা আঘাতে খতম হয়েছে ৪ জন বালুচিস্তান লিবারেশন আর্মির সদস্য।
প্রসঙ্গত, গত বুধবারই বালুচিস্তান লিবারেশন আর্মি পাকিস্তানের বন্দর শহর গ্বদরে হামলা চালিয়েছিল। চলতি বছরে এই নিয়ে তৃতীয়বার হামলা চালাল তারা।
উল্লেখ্য, বালুচিস্তানের মানুষ পাক সরকারকে স্বীকার করে না। তাঁদের দাবি, চিনের সঙ্গে গোপন ষড়যন্ত্র করে বালুচিস্তানের প্রাকৃতিক সম্পদ লুট করছে পাক সরকার। বালুচিস্তান লিবারেশন আর্মি একটি মুক্তিকামী সংগঠন বলে দাবি করে নিজেদের। তারা বালুচিস্তানের স্বাধীনতার জন্য আন্দোলন করে আসছে। কিন্তু পাক সরকার বালুচিস্তান লিবারেশন আর্মিকে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বলে চিহ্নিত করেছে।