
স্পোর্টস ডেস্ক : শুক্রবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন জাকা আশরফ। তিনি ২০২৩ সালের ৬ জুলাই পিসিবি-র বোর্ড অফ গভর্নর্সের সদস্য হিসেবে ছিলেন। নজম শেঠির পরিবর্তে পিসিবি ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান হন আশরফ। কিন্তু তাঁর আমলে পিসিবি-র কার্যকলাপ নিয়ে বিস্তর অভিযোগ ওঠে। প্রাক্তন ক্রিকেটার, সাংবাদিকরা পিসিবি চেয়ারম্যানের সমালোচনা শুরু করেন। ওডিআই বিশ্বকাপ, অস্ট্রেলিয়া সফর, নিউজিল্যান্ড সফরে পাকিস্তানের ব্যর্থতা আশরফের উপর চাপ বাড়িয়ে দেয়। ওডিআই বিশ্বকাপের সেমি-ফাইনালে পৌঁছতে ব্যর্থ হয় পাকিস্তান। এরপর অধিনায়কত্ব ছাড়তে হয় বাবর আজমকে। নতুন অধিনায়ক শান মাসুদের নেতৃত্বে অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজে ০-৩ হেরে যায় পাকিস্তান। টি-২০ ফর্ম্যাটে নতুন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদিও পরিস্থিতি বদলাতে পারেননি। নিউজিল্যান্ড সফরে টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পথে পাকিস্তান। ফলে পাকিস্তানের ক্রিকেট মহলে ডামাডোল চরমে। এই পরিস্থিতিতে শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকরের কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন আশরফ। এদিন লাহোরে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে পিসিবি ম্যানেজমেন্ট কমিটির বৈঠক ছিল। সেই বৈঠকেই পদত্যাগ করেন আশরফ।পিসিবি-র পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘বিদায়ী বক্তব্যে পিসিবি-র মাননীয় প্যাট্রন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন জাকা আশরফ। তিনি বলেছেন, তাঁর উপর প্যাট্রন যে আস্থা ও ভরসা রেখেছেন, এর জন্য ধন্যবাদ। পাকিস্তান ও পাকিস্তান ক্রিকেটের উন্নতির জন্য শুভেচ্ছা জানিয়েছেন তিনি।’