
স্পোর্টস ডেস্ক : মার্নাস লাবুশানে ও ডেভিড ওয়ার্নারের হাফসেঞ্চুরিতে পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় টেস্টের চতুর্থ দিনে আট উইকেটে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে ক্লিন সুইপ করেছে অস্ট্রেলিয়া। ১৩০ রান তাড়া করতে নেমে শুরুতেই উসমান খোয়াজার (Usman Khawaja) উইকেট হারায় অস্ট্রেলিয়া। কিন্তু ওয়ার্নার ও লাবুশানে মিলে বড় জুটি গড়েন। ওয়ার্নার ৫৭ রানে আউট হলেও লাবুশেন অপরাজিত থাকেন ৬২ রানে। এর আগে জশ হ্যাজেলউডের ৪ উইকেটে পাকিস্তানকে ১১৫ রানে গুটিয়ে দেয় অস্ট্রেলিয়া। এটি ছিল ওয়ার্নারের শেষ টেস্ট ম্যাচ এবং তিনি তার কেরিয়ার শেষ করেন স্মরণীয় অর্ধশতক দিয়ে। গতকাল হ্যাজেলউড দ্রুত তিনটি উইকেট তুলে নিয়ে সফরকারীদের এক সেশনেই ৭ উইকেট পড়ে যায়। সিডনি টেস্টের এক সেশনে ২৯.২ ওভারে মাত্র ৭৮ রানে ১১ টি উইকেট পড়ে যায়, যার মধ্যে মাত্র ৬৮ রানে ৭টি উইকেট পড়ে পাকিস্তানের এবং বাকি চারটি উইকেট পড়ে অস্ট্রেলিয়ার।ম্যাচের শেষে এসসিজিতে উপস্থিত দর্শকদের মাঠে প্রবেশ করতে দেওয়া হয়। তাঁরা এক্কেবারে সামনে থেকে উপভোগ করেন পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেই পুরস্কার বিতরণী মঞ্চেই পাকিস্তানের টেস্ট দলের অধিনায়ক শান মাসুদ অজি ওপেনার ডেভিড ওয়ার্নারের হাতে তুলে দেন বাবর আজমের জার্সি। যাতে পাকিস্তানের বর্তমান টেস্ট দলের সকলের সই রয়েছে। এরপর পাক নেতা মাসুদ অস্ট্রেলিয়ান তারকা ওয়ার্নারকে অবসর পরবর্তী জীবনের জন্য শুভকামনা জানান।