
স্পোর্টস ডেস্ক :শনিবার বিশ্বকাপে ভারত -পাক মহারণ। এখনও অবধি ওয়ান ডে বিশ্বকাপে ৭ বারের মধ্যে ৭ বারই ভারতের কাছে হেরেছে পাকিস্তান এটা কি চাপ! এবার কি পাকিস্তান পারবে অঙ্ক বদলাতে! এদিন পাকিস্তান অধিনায়ক বাবর আজম সাংবাদিক বৈঠকে জানালেন,’ আমার কাছে কিন্তু টিকিটের আব্দার করে অনেক ফোন এসেছে। বেশির ভাগ সময়ই টিকিট চেয়ে ফোন আসে। তাই মাঠের বাইরের কোনও বিষয় নিয়ে ভাবছি না। একটা ম্যাচের জন্য অধিনায়ক হইনি। এই ম্যাচ হারলে ক্যাপ্টেন্সিও যাবে না।ওয়ান ডে বিশ্বকাপে না হলেও ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা ভারতকে হারিয়েছি। ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালেও ভারতকে হারিয়েছি। আগে কোনও দিনই বিশ্বকাপে হারাতে না পারার পরিসংখ্যান কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে বদলেছি। আমাদের বিশ্বাস, আমরা আবারও সেটা করতে পারি। সেই আত্মবিশ্বাস নিয়েই নামব। কাল কী হবে, কেউ জানে না। আমরা বিশ্বাস করি, জিততে পারব। সেই আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামব।’