
স্পোর্টস ডেস্ক : বছর ওডিআই বিশ্বকাপ আয়োজন করবে ভারত। ইতিমধ্যেই তার সূচি ঘোষণা হয়ে গিয়েছে। এরপরই বেঁকে বসেছে পাক ক্রীড়ামন্ত্রী। তাঁর বক্তব্য, ভারত তাদের দেশে এশিয়া কাপ খেলতে না গেলে তারাও এ দেশে বিশ্বকাপ খেলতে আসবে না।
বিশ্বকাপের চূড়ান্ত সূচি ঘোষণা হওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড পাক প্রধানমন্ত্রী শাহবাজ আহমেদ ছাড়াও পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রক এবং বিদেশ মন্ত্রককে চিঠি দিয়েছিল। ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ খেলার প্রয়োজনীয় অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল ওই চিঠিতে। তার পরিপ্রেক্ষিতে পাক ক্রীড়ামন্ত্রীর বক্তব্য, আহমেদাবাদে খেলতে পাকিস্তানের তেমন সমস্যা নেই। এদিকে ভারত তাদের সিদ্ধান্তে অনড়। চলতি বছর এশিয়া কাপ আয়োজন করার কথা পাকিস্তানের।
ওয়াঘার ওপারে খেলতে যেতে চায় না ভারত, তাই পাকিস্তানও বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। এহসান মাজারি বলেছেন, “পাকিস্তান ক্রিকেট বোর্ড আমার মন্ত্রকের অধীন। আমার ব্যক্তিগত মতামত, ভারত যদি এশিয়া কাপ খেলার ব্যাপারে নিরপেক্ষ কেন্দ্রের দাবিতে অনড় থাকে, তা হলে বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলির ক্ষেত্রে একই দাবি করব।” বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচ প্রসঙ্গে তিনি বলেছেন, “প্রথম যখন শুনলাম ভারতের সঙ্গে আমদাবাদে খেলতে হবে, তখন মনে মনে হেসেছিলাম। নিজেকে বলেছিলাম, আমদের ভারতে না যাওয়াটাই নিশ্চিত করা হচ্ছে।” যদিও আহমেদাবাদে খেলতে তাঁর ব্যক্তিগত ভাবে কোনও আপত্তি নেই। পাক ক্রীড়ামন্ত্রী বলেছেন, “আহমেদাবাদে খেলাটা কোনও বিষয় নয়। পাকিস্তান আগেও সেখানে খেলেছে। সবই সম্ভব। কিন্তু আগে ভারতের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া প্রয়োজন। ভারতের উচিত পাকিস্তানে এসে খেলা। পিসিবি চেয়ারম্যান দক্ষিণ আফ্রিকায় গিয়েছেন। আগে দেখি তিনি ফিরে এসে কী জানান।”