
ওঙ্কার ডেস্ক: ইজরায়েলের হানায় প্রতিদিন লাশের স্তুপ জমছে গাজায়। এই আবহে এবার ক্লান্ত গাজাবাসী চাইছেন যুদ্ধ বন্ধ হোক। প্যালেস্টাইনের স্বাধীনতাকামী সংগঠনের বিরুদ্ধেও তাই পথে নেমেছেন গাজাবাসী। শান্তি চেয়ে পথে নামা প্যালেস্টাইনের বাসিন্দারা চাইছেন যুদ্ধ বন্ধ হোক।
মঙ্গলবার রাতে সমাজমাধ্যমে একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। (যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি ওঙ্কার বাংলা) যেখানে বিক্ষোভকারীদের দেখা গিয়েছে ‘যুদ্ধ বন্ধ করো’, ‘আমরা শান্তিতে থাকতে চাই’ পোস্টার। স্রেফ তাই নয়, প্যালেস্টাইনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধেও সরব হয়েছেন তাঁরা। ‘হামাস দূর হটো’ স্লোগান দিতেও শোনা যায় বিক্ষোভকারীদের।
প্যালেস্টাইনের বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর, বেইত লাহিয়ার রাস্তার বিক্ষোভ সরাতে বলপ্রয়োগ করে হামাস। তবে কে বা কারা এই বিক্ষোভের পিছনে রয়েছে তা এখনও স্পষ্ট নয়। অনেককে কালো কাপড়ে মুখ ঢেকে লাঠি হাতে বিক্ষোভকারীদের উপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ। যার ফলে অনেকে আহত হয়েছেন।
প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর মাস থেকে ইজরায়েল ও প্যালেস্টাইনের মধ্যে সংঘর্ষ চলছে। সম্প্রতি শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল হামাস এবং ইজরায়েল। গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি শুরু হলেও ইজরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে। আচমকা গাজায় আবার হামলা শুরু করে। গত ১৮ মার্চ থেকে নতুন করে ইজরায়েলি হানায় ক্লান্ত গাজাবাসী।