
সুনন্দা দত্ত,পান্ডুয়া:পান্ডুয়ার রাধারাণী উচ্চ বালিকা বিদ্যালয়ে চলন্ত ফ্যান পড়ে গুরুতর আহত ৪ জন নবম শ্রেণীর ছাত্রী । স্কুল সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ১টা নাগাদ স্কুলের টিফিনের সময় নবম শ্রেণীর ছাত্রীরা ক্লাস রুমেই টিফিন করছিলো। তখনই হঠাৎ ক্লাসে থাকা সিলিং ফ্যান চলন্ত অবস্থায় ভেঙে পড়ে ওই চার ছাত্রীর মাথায়। গুরুতর ভাবে আহত হয় তারা। শিক্ষিকারা খবর পেয়ে তড়িঘড়ি তাদের সেখান থেকে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। সকলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রথমে দুজন এবং পরে আরো দুজনকে চুঁচুড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসে পান্ডুয়া থানার পুলিশ। স্কুলের গাফিলতির জন্যই এই ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন অভিভাবকরা ।