
স্পোর্টস ডেস্ক :
প্যারালিম্পিকে আবার সোনা। এক পায়েই ব্যাডমিন্টনে সোনা এনে দিলেন রাজস্থানের ছেলে নীতেশ কুমার। এই নিয়ে ভারতের দ্বিতীয় সোনা। ২৯ বছর বয়সী নীতেশ এসএল৩ ক্যাটাগরিতে গ্রেট ব্রিটেনের ড্যানিয়েল বেথেল বিরুদ্ধে ২১-১৪, ১৮-২১, ২৩-২১-এ জিতলেন। ২০০৯ সালে ট্রেন দুর্ঘটনায় পা হারান ভারতের প্যারা শাটলার। কৃত্রিম পা লাগিয়ে হাঁটাচলা করেন তিনি। শুধু খেলাতেই নয়, পড়াশুনোতেও দুর্দান্ত ছিলেন নীতেশ। নীতেশ ইঞ্জিনিয়ার। দুর্ঘটনায় পা হারানোর পর হাল ছাড়েননি তিনি। খেলাকেই আঁকড়ে ধরেন। অবশেষে প্যারালিম্পিকে প্রথমবার ব্যাডমিন্টনে অংশ নিয়েই বাজিমাত করলেন।
প্যারালিম্পিক
নীতেশ কুমার সোনা জিতেছেন। সেদিনই রুপো আনলেন আর এক শাটলার তুলাসিমাথি মুরুগেসান। ফাইনালে দারুণ লড়াই করেও ফাইনালে চিনের ইয়াং কুসিয়ার বিরুদ্ধে হেরে যান তিনি। ২২ বছরের তুলাসিমাথি মুরুগেসান প্রথম ভারতীয় মহিলা যিনি প্যারালিম্পিকের ব্যাডমিন্টনে পদক জিতলেন। এর আগে ভারতেরই মনীষা রামদাসকে হারিয়ে মহিলাদের ব্যাডমিন্টন ইভেন্টের ফাইনালে পৌঁছেছিলেন তিনি। তবে ভারতের হয়ে ব্রোঞ্জ ঠিকই জিতেছেন মনীষা রামদাস।