
স্পোর্টস ডেস্ক : প্যারিস অলিম্পিক্সের পদকের সঙ্গে যুক্ত থাকছে শহরের প্রতীক হিসেবে পরিচিত আইফেল টাওয়ার। পদকের উপরের অংশে একটি করে ষড়ভূজ থাকছে। এই ষড়ভূজ তৈরি হয়েছে আইফেল টাওয়ার থেকে নেওয়া লোহার মাধ্যমে। ফলে এবারের অলিম্পিক্সে যাঁরা পদক জিতবেন তাঁরা আইফেল টাওয়ারের অংশ পাবেন। ২০০৪ সালে এথেন্স অলিম্পিক্সে পদকজয়ীদের মাথায় অলিভ পাতার মুকুট পরিয়ে দেওয়া হয়েছিল। এবার প্যারিস অলিম্পিক্সে পদকজয়ীরা শহরের প্রতীকের অংশ পাবেন। প্রকাশ্যে আনা হয়েছে পদক। ১০০ বছর পর ফের প্যারিসে অলিম্পিক্স ও প্যারালিম্পিক্স হতে চলেছে। সেই কারণেই এবার জাঁকজমকপূর্ণ আয়োজন করা হচ্ছে। পদক তৈরি করেছে একটি বিখ্যাত গয়না প্রস্তুতকারী সংস্থা।মোট ৫,০৮৪টি পদক তৈরি করা হয়েছে। প্রতিটি পদকে ১৮ গ্রাম করে ষড়ভূজ রয়েছে