
ওঙ্কার ডেস্ক : পার্ক স্ট্রিটের পার্ক সেন্টারে বিধ্বংসী আগুন। ২৪ নম্বর পার্ক স্ট্রিটে আগুন. কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ছটি ইঞ্জিন. এলাকা থেকে মানুষজনকে সরানোর চেষ্টা করা হচ্ছে।. খালি করা হল আশেপাশের অফিস. অ্যালেন পার্কের উল্টোদিকে বিল্ডিংয়ে আগুন. একের পর এক গ্যাস সিলিন্ডার বের করা হচ্ছে. সকাল সকাল চাঞ্চল্য ছড়িয়েছে অফিসপাড়ায়.