
ওঙ্কার বাংলা অনলাইন ডেস্কঃ তিন দিন স্থগিত থাকার পর সোমবার সংসদ বসতেই মণিপুর ইস্যুতে ফের উত্তল হল সংসদের উভয় কক্ষ। এদিন সংসদের বাইরে গান্ধি মূর্তির পাদদেশে মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে বিক্ষোভে সরব হোন ইন্ডিয়া জোটের সাংসদরা। অন্যদিকে পশ্চিমবঙ্গ, বিহার, রাজস্থান সহ বিজেপি বিরোধী শাসিত রাজ্যগুলিতে নারী সুরক্ষা নিয়ে বিরোধীদের উপর চাপ বজায় রাখতে প্রায় একই সময় গান্ধি মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান বিজেপি সাংসদরাও। সেই বিক্ষোভে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার ।
এদিন সংসদ শুরুর আগে মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে সংসদ ভবন চত্বরে মহাত্মা গান্ধির মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান ইন্ডিয়া জোটের সংসদরা। বিক্ষোভে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদ দোলা সেন, ডেরেক ও ব্রায়ন, সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ একাধিক তৃণমূল সাংসদ। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় মোদি সরকারকে কটাক্ষ করে বলেন মণিপুর যদি শান্তই হবে তবে ওখানে নেট বন্ধ কেন ? কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বলেন প্রধানমন্ত্রী সংসদের বাইরে মুখ খুলছেন, অথচ এখন সংসদ চলছে, উনি সংসদের ভিতরে বক্তব্য রাখুন।
অন্যদিকে পশ্চিমবঙ্গ, বিহার, রাজস্থান সহ বিজেপি বিরোধী শাসিত রাজ্যগুলিতে নারী সুরক্ষা নিয়ে বিরোধীদের উপর চাপ বজায় রাখতে প্রায় একই সময় গান্ধি মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান বিজেপি সাংসদরাও।
এদিন মণিপুর নিয়ে সংসদে ভাষণ দেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। কিন্তু বিরোধীরা প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতেই অনড় থাকেন। হই হট্টগোলের জেরে বেলা ১২ পর্ষন্ত সংসদ মুলতুবি করে দেন স্পিকার ওম বিড়লা। সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি বলেন আমরা মণিপুর নিয়ে আলোচনায় তৈরি বিরোধীরা সংসদে আসুন। এদিকে রাজ্যসভায় ওয়ালে নেমে বিক্ষোভ দেখানোয় রাজ্যসভা থেকে আপ সাংসদ সঞ্জয় সিংকে বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর। জগদীপ ধনকর বলেন সংসদে কে সরকার পক্ষ থেকে ভাষণ দেবে তা নির্ধারন করার আপনি কেউ নয়। বিরোধীরা এই সিদ্ধান্তের প্রতিবাদ জানালে দুপুর ২ টো পর্যন্ত রাজ্যসভার বাদল অধিবেশন মুলতুবি করে দেন চেয়ারম্যান। সব মিলিয়ে মণিপুর ইস্যুতে সোমবারও উত্তাল হল সংসদ ভবন।