
স্পোর্টস ডেস্ক :আই এফ এ -র নতুন গভর্ণিং বডিতে প্রত্যেক ডিভিশন থেকে প্রতিনিধিরা এসেছেন। তাদের মধ্যে প্রাক্তন ফুটবলার থেকে বিভিন্ন স্তরের মানুষরা রয়েছেন। এবারে লোকসভার সাংসদ পার্থ ভৌমিক উত্তর ২৪ পরগনা জেলার প্রতিনিধি হিসাবে গভর্ণিং বডিতে এলেন। আগামী ৩১জুলাই বার্ষিক সাধারণ সভায় সিলমোহর পড়বে। পার্থ এই মুহূর্তে বারাকপুর লোকসভার সাংসদ। তার হাত ধরে বাংলার ফুটবলের কিছু উন্নতির আশায় আইএফএ। আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানালেন,’এখানে কোনো রাজনীতির ব্যাপার নেই। পার্থ বাবু দীর্ঘদিন ধরে ফুটবলের সঙ্গে যুক্ত। আমরা সবাই জানি দীর্ঘদিন বন্ধ থাকা উত্তর ২৪ পরগনা জেলা লিগ আবার নতুন করে শুরু করতে উনার বড় ভূমিকা ছিল। আশা করছি ভালো হবে বাংলার ফুটবলের।’ গত বছরও গভর্ণিং বডিতে তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ শান্তনু সেনকে গভর্ণিং বডিতে আনায় বিতর্কর মুখে পড়তে হয় আইএফএকে। এবার এলেন পার্থ।