
ওঙ্কার ডেস্ক:নৈহাটির হনুমান মন্দিরে পূজো দিয়ে ভোট প্রচার শুরু করলেন ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিক। ইতিমধ্যেই এই কেন্দ্রে নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।অর্জুন সিংকে প্রার্থী না করায় ,তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন বলে জানা গেছে।তবে এই দোলাচলের মধ্যেই প্রচার শুরু করে দিয়েছেন পার্থ ভৌমিক।প্রচারের ফাঁকে পার্থ নাম না করে অর্জুনকে আক্রমণ করে বলেন,গত পাঁচ বছরে বন্ধ জুট মিল গুলি খুলতে পারেন নি সাংসদ,আমি যদি নির্বাচিত হই,তাহলে মিল গুলি খোলার চেষ্টা করবো।