
নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্তের তালিকায় ছিল তাঁর নাম। অবশেষে রাজসাক্ষী হয়ে যাওয়ায় সেই অভিযোগ থেকে মুক্তি পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। ইতিমধ্যে অভিযুক্তের তালিকা থেকে নাম সরানোর মান্যতা দিয়েছে আদালত।
নিয়োগ দুর্নীতি মামলায় ‘রাজসাক্ষী’ হতে চেয়ে ইডির বিশেষ আদালতে আবেদন করেছিলেন কল্যাণময়। ইডি সূত্রে খবর, চার্জশিটে তাঁর বিরুদ্ধে যে অভিযোগগুলি আনা হয়েছিল, সেই সমস্ত অভিযোগ থেকে তাঁকে মুক্ত করার আবেদন জানিয়েছিলেন কল্যাণময়। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে। তাঁর গোপন জবানবন্দি নেওয়া হয়। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তকারী আধিকারিকও আদালতে তাঁর আর্জি জানিয়েছিলেন, নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্তের তালিকা থেকে কল্যাণময়ের নাম সরানোর।
সূত্রের খবর, ইডির কাছে দেওয়া বয়ানে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকার হিসেব দিয়েছেন। এর ফলে পার্থ চট্টোপাধ্যায় আরও বিপাকে পড়লেন বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, পার্থর জামাই কল্যাণময় বেশ কয়েকবছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন। তাঁর টেক্সটাইলের ব্যবসা রয়েছে। চার্জশিটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট লেখে, পিংলায় পার্থ চট্টোপাধ্যায়ের প্রয়াত স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের নামে যে ইন্টারন্যাশনাল স্কুল রয়েছে সেখানে নগদ ১৫ কোটি টাকা বিনিয়োগ হয়েছিল। সেই স্কুলের অন্যতম ডিরেক্টর কল্যাণময়। সেই সূত্রেই নিয়োগ দুর্নীতি কাণ্ডে কল্যাণময়ের নাম জড়ায়।