
নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা হাইকোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলায় ফের প্রভাবশালী প্রসঙ্গ।উভয়ের সম্পর্ক সাধারণ নয়, বক্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী সন্দীপন গাঙ্গুলি বলেন যার কাছে টাকা, সে যদি অস্বীকার করে তাহলে আমার কি করার আছে। অর্পিতা বাচ্চা দত্তক নিতে চেয়েছিল। পার্থর আইনজীবীর আরও দাবি, এই তদন্ত পক্ষপাতদুষ্ট। এটা কোন স্বাধীন তদন্ত হতে পারে না। অর্পিতা প্রথমে বলেনি সেটা আমার সম্পত্তি। সাত দিন পর ইডিকে জানায় এটা পার্থ চ্যাটার্জির সম্পত্তি। পরিপেক্ষিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের প্রশ্ন, যারা অভিযুক্ত এদের মধ্যে, কে এত টাকার জোগান দিতে পারে? আমার কোন ধারণা নেই বলে উত্তর আইনজীবীর। বিচারপতির বক্তব্য, এত টাকা যদি অর্পিতার বাড়ি থেকে পাওয়া যায় তাহলে হয় শিক্ষা দফতরের সঙ্গে অর্পিতার সুসম্পর্ক ছিল, নাহয় অর্পিতার সঙ্গে এত গভীর সম্পর্ক ছিল যে তাকে এই দায়িত্ব দেওয়া যেত বলে মনে করেছিলেন মামলাকারী। পার্থ চট্টোপাধ্যায় ক্যাবিনেট মন্ত্রী ছিলেন। তাছাড়াও ছিলেন প্রভাবশালী। অনেকে আপনাকে সাহায্য করতে প্রস্তুত ছিলেন বলে মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। ১২ মার্চ এই মামালার পরবর্তী শুনানি।