
অমিত কুমার দাস : ইডির পর এবার সিবিআইয়ের দায়ের করা মামলায় জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে রিপোর্ট তলব করল হাইকোর্ট। একই সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী কেও তাঁর বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে তা নিয়ে রিপোর্ট চেয়েছে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। ২৩ শে মার্চ এই মামলার পরবর্তী শুনানি।
এদিন মামলার শুনানিতে CBI কে উদ্দেশ্য করে বিচারপতি জয়মাল্য বাগচীর মন্তব্য, আপনারা এখানে স্থায়ী বাড়ি কেন নিচ্ছেন না ? নেওয়া উচিত। আপনাদের হাতে তো হাজারের ওপর মামলা আছে, নাকি ?
৫০০ র বেশি মামলা আছে। – জানাল CBI.
নিম্ন আদালতে কবে থেকে বিচারপ্রক্রিয়া শুরু হবে ? কবে শেষ হবে ? হলফনামা দিয়ে জানান। – CBI কে নির্দেশ বিচারপতির।
CBI আপনার বিরুদ্ধে কি অভিযোগ আনছে ? আপনি তো মন্ত্রী ছিলেন, সরাসরি নিয়োগ আপনি করতেন বলে অভিযোগ আনা হচ্ছে| নাকি প্রভাব খাটিয়ে নিয়োগ করা হতো ? সম্পূর্ন অভিযোগ খতিয়ে দেখে জানান – পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকে উদ্দেশ্য করে মন্তব্য বিচারপতির।