
প্রতিতী ঘোষ, উত্তর চব্বিশ পরগণা : ৩০ জানুয়ারি জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস উপলক্ষে ব্যারাকপুর গান্ধী ঘাটে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সঙ্গে উপস্থিত ছিলেন সাংসদ পার্থ ভৌমিকও। সাংসদ গান্ধিজীর স্মৃতি সৌধে পুষ্পার্ঘ নিবেদনের পরই মুখোমুখি হন সাংবাদিকদের। সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের সময় কুম্ভ মেলার মর্মান্তিক ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী ও যোগীজি-র তীব্র সমালোচনা করেন।
এদিন পার্থ ভৌমিক বলেন, “মুখে ধর্মের কথা না বলে মানুষ যাতে ধর্ম টা ঠিক করে পালন করতে পারে তার ব্যবস্থা করুন “। এছাড়াও গঙ্গাসাগর মেলার বিষয়টি নিয়ে বলেন, “ মমতা বন্দ্যোপাধ্যায় মন থেকে সব কাজ করেছেন তাই গঙ্গা সাগর মেলার এত উন্নতি হয়েছে কিন্তু অন্যরা সেটা করছে না বলেই কুম্ভ মেলায় এমন বিপত্তি ঘটেছে”।