
স্পোর্টস ডেস্ক :আইপিএল ইতিহাসে মিনি নিলামে রেকর্ড দর পেয়ে ইতিহাস করলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক তথা পেসার প্যাট কামিন্স।এতদিন পর্যন্ত মিনি অকশনে সবচেয়ে বেশি দর ছিল ক্রিস মরিসের। চলতি বছর আইপিএলের মেগা নিলামে সাড়ে ১৮ কোটি টাকায় পাঞ্জাব কিংস কিনেছিল স্যাম কারানকে। নিলামের ইতিহাসে প্রথমবার ২০ কোটি টাকার মাইলফলক পেরিয়ে সানরাইজার্সে কামিন্স।। তাঁকে নিতে আগ্রহ প্রকাশ করে চেন্নাই সুপার কিংস। যোগ দেয় মুম্বই ইন্ডিয়ান্স। ৪.৮ কোটি টাকায় কামিন্সের যখন চেন্নাই সুপার কিংসে যোগদান পাকা হওয়ার দিকে এগোচ্ছে তখনই দর কষাকষিতে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ৫ কোটি টাকা দর হাঁকিয়ে।আরসিবি ও সিএসকের মধ্যে। চেন্নাইকে টেক্কা দিয়ে ৭.৪ কোটি টাকা দর দেয় আরসিবি। সিএসকে দেরি করেনি ৭.৮০ কোটি টাকা দর দিতে। এরপরই আসরে নামে সানরাইজার্স হায়দরাবাদ। চেন্নাই সরে দাঁড়াতেই কামিন্সকে নিতে লড়াই চলতে থাকে বেঙ্গালুরু ও হায়দদরাবাদের মধ্যে। কামিন্স ছিলেন কেকেআরে গত বছর তিনি নিজেকে দেশের হয়ে খেলার জন্য সরিয়ে নেন। এবারে ফের নিলামে নেমে রেকর্ড দর পেলেন।