
অরূপ ঘোষ, কলকাতা :
পায়েল সরকার – যাকে নিয়ে প্রতিনিয়ত চর্চা চলে কখনো সেই সোশ্যাল মিডিয়ায় হোক আবার কখনো বা রাজনীতির মঞ্চে আবার কখনো বা বোল্ড লুকে; যিনি প্রতিনিয়ত নিজেকে ভেঙে চলছেন জীবনের নানা রঙ্গ মঞ্চে। কিন্তু সেই রঙ্গমঞ্চে রঙের ছটা এইবার পড়লো দিল্লীর মাটিতে। দিল্লীর বুকে দিল্লী আইটিসি সে আয়োজিত হয়ে গেলো বিশ্বের সব থেকে বড় ইভেন্ট “গ্লোবাল এম্পায়ার ইভেন্টস অফ দুবাই ২০২৩” যেটিতে পুরো বাংলা থেকে নমিনেশন পেয়েছিলেন বাংলার মেয়ে পায়েল সরকার। তিনি একাই প্রমাণ করে দিয়েছেন যে বাংলার মেয়েরা কোনোকিছুতেই কম না বরং বাংলা চাইলে যে কোনো জায়গাতে গিয়ে রাজত্ব করতে পারে আর সেটি প্রমাণ করে দেখলেন অভিনেত্রী পায়েল সরকার। বাংলা থেকে সোশ্যাল কাজের জন্য নমিনেশন পেয়ে দর্শকদের সব থেকে বেশি ভোটে জয়ী হয়ে দিল্লী থেকে অ্যাওয়ার্ড জিতে নিলেন এবং দিল্লীর মাটিতে বসে বাংলার মেয়ে হয়ে আত্মপ্রকাশ করলেন এবং পুরো বক্তৃতা শেষ হবার পরে অন্তিম পর্যায়ে মাত্র ৬০ সেকেন্ড তিনি বাংলাতে বক্তৃতা রাখলেন কারণ পায়েল সরকার বলেন “আমি গর্বিত আমি একজন বাঙালী” ।
পায়েল সরকারের উপস্থিতির মাধ্যমে সারা স্টেজে যেমন ছিল আলোর রসনাই ঠিক তেমনি সবার করতালিতে ঝলমল করে উঠেছিল।
পায়েল সরকারের আগামী দিনের জন্য রইলো অনেক শুভেচ্ছা।