
সুমন্ত দাশগুপ্ত, নয়া দিল্লিঃ হাজারের বেশি কর্মীকে ছাঁটাই করলো অনলাইন পেমেন্ট সংস্থা পেটিএম। জানানো হয়েছে যে, কর্মক্ষমতা বাড়ানোর জন্য তাদের এই সিদ্ধান্ত। এই কাজের ফলে তাদের অর্থীক সাশ্রয় হবে হবে এবং খরচও কমবে। সংস্থার যুক্তি এআই প্রযুক্তির মাধ্যমে তারা তাদের কাজে ব্যবহার করবে। বিশেষজ্ঞরা আগেই বলেছিলেন এআই প্রযুক্তিকে ব্যবহার করে বহু সংস্থা কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটবে। বর্তমানে তাই হচ্ছে। তথ্য প্রযুক্তি ক্ষেত্রে ছাঁটাই চলছে বিশ্বজুড়ে।