
নিজস্ব প্রতিনিধিঃ পেটিএম এর উপরে ২৯ শে ফেব্রুয়ারির পর জনগণের কাছ থেকে আমানত সংগ্রহের উপর নিষেধাজ্ঞা জারি করেছে রিজার্ভ ব্যাংক। তারপর থেকেই paytm এর শেয়ার দর নিন্ম মূখী। সম্প্রতি খবর ছড়ায় রিলায়েন্স ফাইন্যান্স বা জিও ফাইন্যান্স পেটিএম টেকওভার করতে পারে। তাতে পেটিএম এর কপাল খুলুক বা না খুলুক জিও ফাইন্যান্সের শেয়ারের দাম ছিল উর্ধ্বমুখী। যদিও মুকেশ আম্বানি কোম্পানি প্রেস রিলিজ দিয়ে জানিয়ে দিল এক্ষুনি পেটিএম টেকওভার করবার কোন খবর নেই তাদের কাছেও। তবে কর্পোরেট জগতের অভিজ্ঞতা বলছেন যা রটে তার কিছুটা তো বটে।