
সুমন্ত দাশগুপ্ত,নয়া দিল্লিঃ মহিলাদের ঋতুস্রাবকালীন সবেতন ছুটির কোনও প্রয়োজন নেই, কারণ তা প্রতিবন্ধক নয়। মহিলাদের ঋতুস্রাবকালীন স্বাস্থ্য নীতি নিয়ে রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করলেন কেন্দ্রীয় নারী ও কল্যাণ মন্ত্রকের মন্ত্রী স্মৃতি ইরানি।
তিনি বলেন, ‘একজন ঋতুস্রাব মহিলা হিসেবে, ঋতুস্রাব এবং ঋতুচক্র কোনও প্রতিবন্ধকতা নয়, এটি মহিলার জীবনযাত্রার একটি স্বাভাবিক। আমাদের এমন বিষয়গুলি প্রস্তাব করা উচিত নয় যেখানে মহিলাদের সমানাধিকারের সুযোগ থেকে বঞ্চিত করা হয় শুধুমাত্র এই কারণে।
কংগ্রেসের সাংসদ শশী থারুর ঋতুস্রাবকালীন মহিলাদের স্বাস্থ্য সংক্রান্ত নীতি সংক্রান্ত প্রশ্ন নিয়ে স্মৃতি ইরানি জানিয়েছিলেন যে, ঋতুস্রাবকালে মহিলাদের সবেতন ছুটি সব কর্মস্থলে বাধ্যতামূলক করা নিয়ে এখনও সেই প্রস্তাব আলোচনার স্তরে আছে।