
ওঙ্কার ডেস্ক : মানুষ তাঁর জীবনের অনিশ্চয়তার মুখ থেকে পরিবারকে বাঁচানোর উদ্দেশ্যে জীবনবিমা করেন, তাঁর উপরে কর চাপিয়ে দিলে সেই জীবনও অনিশ্চয়। এবার তাই জীবন বীমার ওপর থেকে কর ছাড় দিতে হবে কেন্দ্রকে দাবি তুলে তৃনমূল সহ ইন্ডিয়া জোট প্রতিনিধিদের প্রতিবাদ সাংসদ এর বাইরে।
জীবনবিমা এবং স্বাস্থ্যবিমার প্রিমিয়ামে ১৮ শতাংশ জিএসটি প্রত্যাহার করতে হবে। দাবী তুলে সংসদের বাইরে হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ করেন তৃণমূল সহ ইন্ডিয়া জোট শরিক দলের সাংসদরা। জিএসটি কাউন্সিলের শেষ বৈঠক হয়েছিল গত ২২ জুন। বিরোধীদের এই সংক্রান্ত বক্তব্যে কোনোও ভ্রুক্ষেপ করেনি কেন্দ্র। ওই বৈঠকে এই সংক্রান্ত কোনও বিষয়ে আলোচনাও হয়নি বলে অভিযোগ। তবে শুধু জীবন বা স্বাস্থ্য বিমার জিএসটির ক্ষেত্রেই নয়, এই নতুন কর ব্যবস্থা লাগু হওয়ার পর থেকেই তার সমালোচনা শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন আবারও জিএসটি ইস্যুতে কেন্দ্রীয় সরকারের চাপ বাড়ানোর চেষ্টা শুরু করল বিরোধীরা। এদিন সংসদের বাইরে হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ করে স্লোগান তোলেন মহুয়া মৈত্র থেকে শুরু করে, প্রতিমা মণ্ডল, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, ডেরেক ও ব্রায়েন, শতাব্দী রায়, কীর্তি আজাদ, জুন মালিয়া প্রমুখ তৃনমূল সাংসদ সহ আপ সাংসদ রাঘব চড্ডা, রাজীব শুক্লা, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সহ অনেকেই।