
ওঙ্কার ডেস্ক: চিকিৎসার গাফিলতিতে দু’দিনের বাচ্চার মৃত্যুকে ঘিরে তোলপাড় হল উত্তরপ্রদেশের পিলিভিট সদর হাসপাতাল। স্যালাইনে মেয়াদ উত্তীর্ণ গ্লুকোজ দেওয়ায় সদ্যজাত শিশুর মৃত্যু হল বলে অভিযোগ করেছে শিশুটির পরিবার। এই ঘটনার সঙ্গে অনেকটাই মিল পাওয়া যাচ্ছে এ রাজ্যে মেদিনীপুর মেডিক্যালের স্যালাইন কাণ্ডের সঙ্গে। যেখানে মেয়াদ পেরানো স্যালাইন ব্যবহারের ফলে মৃত্যু হয় একজনের। গুরুতর অসুস্থ অবস্থায় বাকিদের ভর্তি করা হয় এসএসকেএমে। এই ঘটনায় নড়েচড়ে বসেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তারা।
গত ২৭ জানুয়ারি উত্তরপ্রদেশের পিলিভিটের রাধা সিং জন্ম দেন এক পুত্র সন্তানের। শিশুটি জন্ম নেয় তাদের বাড়িতেই। কিন্তু ২৮ তারিখ বাচ্চাটি দুধ খাওয়া বন্ধ করে দেওয়ায় বাড়ির লোকেরা তাকে জেলা হাসপাতালে নিয়ে যান। ভর্তি করা হয় স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিটে। এর কিছুক্ষণের মধ্যেই জানানো হয় বাচ্চাটির শারীরিক অবস্থায় অবনতি হয়েছে। তড়িঘড়ি রেফার করা হয় লখনউতে। অ্যাম্বুল্যান্সে বাচ্চাটিকে নিয়ে পরিবারের লোকজন লখনউয়ের উদ্দেশে রওনা দেন। কিন্তু রাস্তাতে বাচ্চাটির শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পথেই মৃত্যু হয় তার।
পরিবারের অভিযোগ, বাচ্চাটিকে ভর্তি নেওয়ার পর প্রাথমিক চিকিৎসাটুকু দেয়নি ওয়ার্ডে উপস্থিত নার্সরা। পাশাপাশি মেয়াদ উত্তীর্ণ একটি ফ্লুইড ব্যবহার করা হয় চিকিৎসায়। এই ঘটনায় উত্তাল হয়ে পিলিভিটের সদর হাসপাতাল। পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগে ঘটনাস্থলে পৌঁছল জেলার চিফ মেডিক্যাল অফিসার। একটি তদন্ত কমিটি তৈরি করা হয়। সাসপেন্ড করা কর্তব্যরতা দুই নার্সকে।