
ক্রিড়া প্রতিনিধি, ওঙ্কার বাংলাঃ ক্যারিবিয়ানদের বিপক্ষে ব্রায়ান লারা স্টেডিয়ামে সিরিজের নির্ণায়ক একদিনের ম্যাচে মাঠে নামবে রোহিত বিগ্রেড। প্রথম ওয়ান ডে ম্যাচ জিতে ভারত ১-০ লিড নিলেও, সিরিজের দ্বিতীয় ওয়ান ডে জিতে সিরিজে ১-১ সমতা ফেরায় ওয়েস্ট ইন্ডিজ। তাই শেষ ওয়ান ডে জিতে সিরিজের দখল নিতে মরিয়া দু’দল।
দ্বিতীয় একদিনের ম্যাচে বিরাট ও রোহিতদের অনুপস্থিতিতে মাঠে নেমে ৪০ ওভারে মাত্র ১৮১ রান করে সাই হোপের দলের কাছে ধাক্কা খেয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় টিম ইন্ডিয়াকে। ১৮২ রানের লক্ষ্য মাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ৬ উইকেটে জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।
সিরিজের শেষ ওয়ান ডে ম্যাচটি ফাইনালের রূপ নিয়েছে। যারা জিতবে, সিরিজের দখল নেবে তারাই। বিশ্বকাপের আগে বড়ো চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে হিটম্যান। ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য, ওয়ান ডে সিরিজ জিতে টেস্ট সিরিজ হারের বদলা নেওয়া । বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও, এই সিরিজে জিতলে ক্যারিবিয়ান ক্রিকেট নতুন করে অক্সিজেন পাবে। তবে সিরিজ জয়ের ক্ষেত্রে দুই দলের কাছেই বৃষ্টি প্রধান কাঁটা হয়ে দাঁড়িয়েছে। তাই ভারত ও ওয়েস্ট ইন্ডিজের কাছে ম্যাচটি মহা গুরুত্বপূর্ণ।